উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব-১৫। এসময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
সোমবার (৮ নভেম্বর) কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩জনকে আটক করা হয়েছে।র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলো,কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।তিনি আরও জানান, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র্যাবের সদস্যরা। আটকদের পরবর্তী আইনী ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।