Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

উখিয়ায় যুবদল নেতার স্ত্রী ১০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাব-১৫’র জালে!!

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

৩০ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে জালিয়াপালং ইউনিয়নের শামলাপুর- কোর্টবাজার সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী আরেকজন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারি হলেন, জালিয়াপালং ইউনিয়নের মনখালীর তোফায়েল আহম্মদের স্ত্রী মিনোয়ারা বেগম মিনা (৩০)।তোফায়েল আহমদ যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় সুত্র জানিয়েছে।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করছে তা স্বীকার করে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।উখিয়ায় যুবদল নেতার স্ত্রী ১০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাব-১৫’র জালে!!

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

৩০ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে জালিয়াপালং ইউনিয়নের শামলাপুর- কোর্টবাজার সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী আরেকজন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারি হলেন, জালিয়াপালং ইউনিয়নের মনখালীর তোফায়েল আহম্মদের স্ত্রী মিনোয়ারা বেগম মিনা (৩০)।তোফায়েল আহমদ যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় সুত্র জানিয়েছে।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করছে তা স্বীকার করে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

About Syed Enamul Huq

Leave a Reply