আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।
আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী।