আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম মেনে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। কিন্তু বাইক চলতে পারবে না।
আজ বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না। তবে নিয়ম মেনে মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে মাওয়া ফেরিঘাটে ফেরির ব্যবস্থা রাখা হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন