জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একশ্রেণির মানুষ অপতৎপরতা শুরু করেছে। তারা পবিত্র ধর্ম ইসলামকে পুজিক করে সমস্ত খারাপ কাজ করছেন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর উচ্চ বিদ্যালয়ে এক সূধী সমাবেশে তিনি একথা বলেন।
ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা সম্প্রসারণ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এই সূধী সমাবেশের আয়োজন করা হয়।
এসময় সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এই স্কুলের শতভাগ কাজ আমরা করে দিয়েছি। এই বিল্ডিংটি আমার হাতে করা।
তিনি আরও বলেন, শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একশ্রেণির মানুষ তৎপরতা শুরু করেছে। তারা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সমস্ত খারাপ কাজ করছেন। এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এরা ভাল কাজ করে না, এরা দুই পয়সা খরচ করে আপনার জন্য কোন কাজ করে দিবে না। কিন্তু আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে।
সুধী সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া প্রমুখ।