ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা রবিবার সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় হামলার পর ইসরায়েলি দূতাবাসগুলো ‘আর নিরাপদ নয়’। সেই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাত সদস্য নিহত হয়েছেন এবং তেহরান এর জন্য ইসরায়েলকে দায়ী করে। বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিকে উদ্ধৃত করে ইসনা জানিয়েছে, ইহুদিবাদী শাসকের দূতাবাসগুলো আর নিরাপদ নয়।
তেহরান দামেস্কে সোমবারের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলায় দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসের একটি ভবন ধ্বংস হয়েছে এবং দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাত সদস্য নিহত হয়েছেন।
তিনি আরো জানান, এই অঞ্চলের চারপাশে একাধিক ইসরায়েলি দূতাবাস ‘বন্ধ করা হয়েছে’।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
৬৩ বছর বয়সী জাহেদি ৪০ বছরেরও বেশি সময়কার কর্মজীবনে বেশ কয়েকটি কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর তিনিই সবচেয়ে জ্যেষ্ঠ ইরানি সেনা ছিলেন।
তবে ওই হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ওই হামলার পর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে প্রতিশোধ নিচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, প্রায় ছয় মাসের যুদ্ধে সেখানে অন্তত ৩৩ হাজার ১৭৫ জন নিহত হয়েছে।
সূত্রঃ এ এফ পি