Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইরান-রাশিয়ার কাছে মার্কিন ভোটারদের তথ্য আছে : এফবিআই
--সংগৃহীত ছবি

ইরান-রাশিয়ার কাছে মার্কিন ভোটারদের তথ্য আছে : এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক:

ডেমোক্র্যাট ভোটারদের হুমকি দিয়ে পাঠানো ই-মেইলের জন্য ইরান দায়ী বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জন রাডক্লিফ বলেছেন, অশান্তি সৃষ্টির লক্ষ্যে ট্রাম্পপন্থী গোষ্ঠীর লোকজন ওই ই-মেইলগুলো পাঠিয়েছে।

তিনি আরো বলেছেন, আমাদের কর্মকর্তারা জানতে পেরেছেন, মার্কিন ভোটারদের তথ্য ইরান ও রাশিয়ার কাছে আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১৩ দিন আগে এ ঘোষণা এলো।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটারদের কাছে মিথ্যা তথ্য পৌঁছে দেওয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হতে পারে। তথ্য কাজে লাগিয়ে ওই সব দেশ যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং আমেরিকান গণতন্ত্রের প্রতি কারো আস্থা হ্রাস করে দেওয়ার চেষ্টা করবে।

নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি আপনার ই-মেইলের ইনবক্সে ভয় দেখানো বা হস্তক্ষেপমূলক কোনো মেইল পান, তবে শঙ্কিত হবেন না এবং এটি ছড়িয়ে দেবেন না।

About Syed Enamul Huq

Leave a Reply