বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সেদিকে র্যাব সতর্ক দৃষ্টি রাখছে। র্যাব সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
বুধবার বেলা ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোলরুমের সামনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির কর্মকাণ্ড তীক্ষ্ণভাবে নজরে আছে।
তাঁদের আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে।
টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ২ থেকে ৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।