অনলাইন ডেস্ক:
ইউক্রেনের জাপোরিঝিয়া এলাকায় স্থানীয় একটি গণমাধ্যমের সাংবাদিকদের ধরে নিয়ে গেছে রুশ বাহিনী। অস্ত্রো নিউজ এজেন্সি জানিয়েছে, ওই গণমাধ্যমের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে রুশ বাহিনী।
অস্ত্রো নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মেলিতোপোলস্কি ভিদোমস্তি পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে সশস্ত্র রুশ বাহিনী আটক করে নিয়ে গেছে।
সংবাদপত্রটির অন্য সাংবাদিকদের বরাত দিয়ে অস্ত্রো নিউজ বলেছে, অস্ত্রধারীরা মেলিতোপোলস্কি ভিদোমস্তি পত্রিকার সাংবাদিক ওলহা ওলখোভস্কা, লুবভ চায়কা, প্রকাশক মিখাইলো কুমোক এবং কপি এডিটর ইয়েভেনিয়া বোরিয়ানকে ধরে নিয়ে গেছে। তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
সহকর্মীদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছেন মেলিতোপোলস্কি ভিদোমস্তি পত্রিকার সব সাংবাদিক ও কর্মীরা।
সূত্র : বিবিসি।