রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই কাজ করছে জার্মান ওয়ার গ্রেভস কমিশন। ইউক্রেনের সেনাবাহিনীর সাহায্যে সে দেশে উদ্ধার হয়েছে ৪১ সেনার দেহাবশেষ। খবরটা দিয়েছিলেন পশ্চিম ইউক্রেনের ছোট্ট শহর সোপিভের চার্চের যাজক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে একটি জার্মান বিমান ভেঙে পড়েছিল।
কমিশনের কাছে যাজক জানান, মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলো নিয়ে গ্রামবাসীরা কবর দেন চার্চের পেছনে। ইউক্রেন ১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর গ্রামবাসীরা সেখানে কাঠের ক্রস লাগিয়ে দেন।
গতমাসে যুদ্ধের মধ্যেই কমিশনের বিশেষজ্ঞরা কবর খুঁড়ে ৪১ জন সেনার দেহাবশেষ বের করেন। কিয়েভের কাছেও জার্মান সেনাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে প্রথমে ইউক্রেনের সেনাবাহিনী দুজন জার্মান সেনার দেহাবশেষ পান।
কমিশন সব মিলিয়ে ইউক্রেন থেকে ৮১৬ জন জার্মান সেনার দেহাবশেষ পেয়েছে। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পর ইউক্রেনে এই সেনারা মারা যান।
সূত্র : ডয়চে ভেলে