অনলাইন ডেস্ক:
রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ার মেলিটোপল শহর দখলে নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স এবং স্পুটনিক এ তথ্য জানিয়েছে।
তবে, এ ব্যাপারে ইউক্রেনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী আজ শনিবার রাশিয়ার ক্ষয়ক্ষতির একটি হিসাব প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা দাবি করেছে, আক্রমণ চালাতে এসে তিন হাজার পাঁচ শতাধিক রুশ সেনা নিহত হয়েছে এবং অন্তত ২০০ জন আটক হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী আরো দাবি করেছে, রাশিয়া এ পর্যন্ত ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
রাশিয়া এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকার করেনি। এরই মধ্যে ইউক্রেনের শহর দখল করে নিয়েছে বলে মস্কোর তরফ থেকে দাবি উঠল।
সূত্র : বিবিসি।