স্টাফ রিপোর্টার ঃ কোভিড ১৯এর মধ্যেও অনলাইন ক্লাশের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। যাতে করে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগ থাকে। গতকাল ১৯ জুন শনিবার আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট তলা ভবনের উদ্ধোধন কালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রাণলায়ের দায়িত্বে নিয়োজিত শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি উক্ত বক্তব্য দেন। স্কুলের নতুন বিল্ডিংটির ঠিকাদারদের উদ্যেশ্যে তিনি আরো বলেন আপনারা স্কুলের ভবনটি নকশা অনুযায়ী সঠিকভাবে নির্মান সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মান করবেন। যাতে করে স্কুলের ম্যানেজিং কমিটির বদনাম না হয়। আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ কান্তি ঘোস বলেন আমি স্কুলের যে কোন সমস্যা নিয়ে শিল্প প্রতিমন্ত্রির নিকট প্রেশ করেছি। তাৎক্ষনিক তার সমাধান তিনি আমাকে দিয়েছেন। কখনও আমাকে তিনি খালি হাতে ফেরত দেন নাই। কামাল আহামেদ মজুমদার এমপি ঢাকা ১৫ আসনের জনগনের বিপুল ভোটে চার চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, এই আসনে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপির হাতের ছোয়া লাগে নাই। অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিল্পপ্রতিমন্ত্রী নিজ অর্থায়নে এক হাজার এনড্রোয়েড মোবাইল ফোন উপহার দিয়েছিলেন। যেন উক্ত দরিদ্র ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না হয়। তারা যেন সঠিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমাজের তথা দেশের কাজে লাগতে পারে, এটাই শিল্প প্রতিমন্ত্রী কামাল আহামেদ মজুমদার এমপির প্রত্যাশা। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল হক বাচ্চু, স্কুলের গর্ভনিং বডির সাবেক সভাপতিসহ আওয়ামীলীগের অন্যান্য অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।