এম. এ. রহমান সীমান্ত ঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ’র সভাপতিত্বে, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদারের পরিচালনায় আলোচনায় আরো অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া,সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহমদুল হক বাবুল,একেএম শাহ কামাল,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর,জাহেদ হোসেন,ছৈয়দ নুর,সাবেক ছাত্রনেতা সাংবাদিক শ.ম.গফুর,আওয়ামীলীগ নেতা
বশির আলম,মুফিজুর রহমান,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শিমুল কায়্যসার রিফাত সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।দোয়া মাহফিল পরিচালনা করেন ঘুমধুম হেডম্যান পাড়া জামে মসজিদের খতীব মাওলানা শাহাব উদ্দিন।