Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আরটিভির সাংবাদিকের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের মামলা
--সংগৃহীত ছবি

আরটিভির সাংবাদিকের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের মামলা

অনলাইন ডেস্ক:

রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্মের সংবাদ প্রকাশ করায় আরটিভির নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে অবিলম্বে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। মঙ্গলবার (১১ জুলাই) পৃথক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ ছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি ও তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতিসহ আরো বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

অধরা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনগুলো।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ এপ্রিল আরটিভির আর-ইনভেস্টিগেশন প্রগ্রামে ‘হালাল মামলার ফাঁদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে রাজধানীর রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারা দেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির।

About Syed Enamul Huq

Leave a Reply