অনলাইন ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হওয়ার ১০ দিন পার হলেও এখনো ফোনটির কোনো সন্ধান পায়নি পুলিশ। পরিকল্পনামন্ত্রী বলেছেন, ফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ। তবে আইফোন যে নিয়েছে তা শনাক্ত হয়েছে। আমি আশাবাদী ফোন পাওয়া যাবে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে একনেক সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মোবাইল পাইনি। কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট করতে পেরেছে পুলিশ। ছিনতাইকারীর ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।
গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলছিলেন। চোখের পলকে ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।