বেসরকারি খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। ছোট একটি দোকানের মাধ্যমে এ শিল্পগ্রুপের ব্যবসার বীজ রোপণ করেছিলেন প্রয়াত আবুল খায়ের। পরে তারই উত্তরসূরিদের হাত ধরে এটি পৌঁছে যায় সাফল্যের অনন্য এক উচ্চতায়।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ১৯৫৩ সালে বিড়ির ব্যবসা দিয়ে যাত্রা শুরু আবুল খায়ের গ্রুপের।
গরিবের ভিটাবাড়ি দখল থেকে শুরু করে এই গ্রুপের থাবা থেকে বাদ যায়নি উপাসনালয়ও। শিল্প স্থাপনের নামে পাহাড়, নদী, খাল—সবই এই গ্রুপের পেটে গেছে।