Monday , 21 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আবুল খায়ের গ্রুপের থাবা থেকে বাদ যায়নি কিছুই
--সংগৃহীত ছবি

আবুল খায়ের গ্রুপের থাবা থেকে বাদ যায়নি কিছুই

অনলাইন ডেস্কঃ

বেসরকারি খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। ছোট একটি দোকানের মাধ্যমে এ শিল্পগ্রুপের ব্যবসার বীজ রোপণ করেছিলেন প্রয়াত আবুল খায়ের। পরে তারই উত্তরসূরিদের হাত ধরে এটি পৌঁছে যায় সাফল্যের অনন্য এক উচ্চতায়।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ১৯৫৩ সালে বিড়ির ব্যবসা দিয়ে যাত্রা শুরু আবুল খায়ের গ্রুপের।

সময়ের বিবর্তনে দেশের শীর্ষস্থানীয় এ শিল্পগ্রুপটি এখন স্টিল মিল, সিমেন্ট, সিরামিক, ঢেউটিন, দুধ, সিগারেট ও বিভিন্ন নিত্যপণ্য নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছে।সফলতার জন্য আবুল খায়ের গ্রুপ হেঁটেছে ‘শর্টকাট’রাস্তায়। দাপটের কেন্দ্র ছিল আওয়ামী লীগ সরকারের নেকনজর। বেপরোয়া দখল, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, রাজস্ব ফাঁকি, টাকাপাচার—কী করেনি এই গ্রুপটি?

গরিবের ভিটাবাড়ি দখল থেকে শুরু করে এই গ্রুপের থাবা থেকে বাদ যায়নি উপাসনালয়ও। শিল্প স্থাপনের নামে পাহাড়, নদী, খাল—সবই এই গ্রুপের পেটে গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply