Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আবার ভারতীয় বিমানের পাকিস্তানে জরুরি অবতরণ
--ফাইল ছবি

আবার ভারতীয় বিমানের পাকিস্তানে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক:

আরব আমিরাতের শারজাহ থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান রবিবার পাকিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। পাইলট বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিলেন।

ইন্ডিগোর বিমানটি পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সতর্কতামূলক অবতরণ করে। সব যাত্রী নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় এই বাজেট (স্বল্পমূল্যের) এয়ারলাইনস আরো জানিয়েছে, যাত্রীদের হায়দরাবাদে নেওয়ার জন্য করাচিতে আরেকটি ফ্লাইট পাঠানো হবে।

সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বিমানের ডান ইঞ্জিনের সিস্টেমে ত্রুটি ধরা পড়ার পর ইন্ডিগো এয়ারবাসটি সতর্কতামূলক অবতরণ করে।

এটি দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানের করাচিতে কোনো ভারতীয় উড়োজাহাজের দ্বিতীয় অনির্ধারিত অবতরণ। এ মাসের শুরুর দিকে ককপিটে জ্বালানি নির্দেশক আলোর ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচি নিয়ে যাওয়া হয়।

সূত্র : এনডিটিভি।

About Syed Enamul Huq

Leave a Reply