Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘আপার বাড়ি’ বলায় মারধরের শিকার নারী সম্পর্কে যা জানা গেল
--ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আপার বাড়ি’ বলায় মারধরের শিকার নারী সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্কঃ

রাজধানীর ধানমণ্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার সময় ‘আপার বাড়ি’ বলায় এক নারীকে মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরো এক ব্যক্তিকে গণপিটুনি দেয় উপস্থিত ছাত্র-জনতা। এক ভিডিওতে দেখা গেছে, মারধরের পর কয়েকজন তাদের উদ্ধার করে রিকশায় করে চিকিৎসার জন্য নিয়ে যায় কয়েকজন।

উপস্থিত ছাত্র-জনতার কয়েকজন জানিয়েছেন, ওই নারী বারবার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করছিলেন। আক্ষেপ করে তিনি বলছিলেন- ‘আপার বাড়ি ভাঙতেছে’।

এই কথা বলায় ‘আওয়ামী লীগের দালাল’, ‘স্বৈরাচারের দালাল’ বলে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন উপস্থিত ছাত্র-জনতার মধ্যে কেউ কেউ। ওই নারীকে ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন অনেকে।  পরে তাকে একটি রিকশায় করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সকালের দিকে আবারও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের পরে আবারও এক্সকাভেটর চালু করা হয় ভবনটি ভাঙতে। পরে সাড়ে ১০টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে এরপরও মানুষকে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply