Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আন্দোলনে পুলিশের গুলি ছোড়া নিয়ে যা জানালেন হাছান মাহমুদ
--ফাইল ছবি

আন্দোলনে পুলিশের গুলি ছোড়া নিয়ে যা জানালেন হাছান মাহমুদ

অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামতবিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবার আনুষ্ঠানিক বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি পুলিশের বিরুদ্ধে আক্রমণ, আত্মরক্ষার অধিকার এবং সরকারপক্ষের দায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ড. হাছান মাহমুদ বলেন, জুলাই-আগস্ট মাসে পুলিশকে যখন আক্রমণ করা হয়, তখন কি পুলিশের আত্মরক্ষার অধিকার নেই?

তিনি আরো বলেন, ‘আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়েনি, তা নয়; অবশ্যই ছুড়েছে। তবে এর জন্য পুলিশ বা সরকারপক্ষের দায় আমরা কখনো অস্বীকার করি না, এবং কখনোই করব না।
দায়িত্বে থাকলে দায় নিতে হবে।’সাবেক মন্ত্রী উল্লেখ করেন, ‘শেখ হাসিনা সরকার ওই সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, এবং আমরা দায়িত্বশীলভাবে সেই তদন্তের ফল সঠিকভাবে উপস্থাপন করব।’

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে সরকারবিরোধী আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী নিহত হয়েছে। এখন আমরা সেই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং শিগগিরই তা জনসমক্ষে প্রকাশ করা হবে।

ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগের দাবি আদায়ের জন্য যারা সহিংস আন্দোলনে লিপ্ত, তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং এর জন্য তাদের দায়ী থাকতে হবে।’

সাবেক তথ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণ জানে, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সর্বদা কাজ করে আসছে। তবে কোনো পরিস্থিতিতে অরাজকতা ও সহিংসতা সহ্য করা হবে না।

About Syed Enamul Huq

Leave a Reply