ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠীর মানুষের মিলনমেলা হয়েছে। এ ছাড়া এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও অংশ নিয়েছেন।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রাটি। এরপর শাহবাগ মোড় হয়ে টিএসসি মোড়, শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রাটি শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। এ ছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ছিল সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ এবং সাতটি ছোট মোটিফ। বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা ছিল।