ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রোকন, আপেল, আবু বকরের বিরুদ্ধে অন্যের জমি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে। ঐ জমির দাবিদার আঃ মালেক জানান, তিনি পৈত্রিক সূত্রে ৬০ বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছিলেন। উক্ত জমিতে বিভিন্ন গাছপালা রোপন করে চাষ আবাদ করে আসছিল। কিন্তু হঠাৎ করে ২০২০ সালের শুরুতে জমিতে আঃ মালেক দোকানের জন্য ঘর করতে গেলে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সারোয়ার আলম রোকন তরফদার, আপেল ও আবু বকর সহ তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে বাধা প্রদান করে। পরে আঃ মালেক এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সালিশ দরবার করলেও তারা কোন কর্ণপাত করেনি বরং উল্টো তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। আঃ মালেক ফুলবাড়ীয়া থানায় ও এস পি সার্কেল ত্রিশাল বরাবর অভিযোগ করলে তারা রোকনকে বিষয়টি সুরাহা করতে বলে। তখন রোকন বিষয়টি সুরাহা করতেছি, করব বলে সময় ক্ষেপন করে জমিতে যেতে দেয় না। তারপর আঃ মালেক
আদালতে মামলা দায়ের করে। আদালত আঃ মালেকের দখল ঠিক রেখে মামলা কার্যক্রম চলমান রেখেছে। বর্তমানে মামলা চলমান কিন্তু রোকন জমিতে কাটা তারের বেড়া নির্মাণ করে ফেলেছে। এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান রোকন জাতীয় পার্টির রাজনীতি করত বর্তমানে সে নিজেকে আওয়ামীলিগের নেতা পরিচয় দেয়। বিগত ইউপি নির্বাচনে সে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করে ফেল করেছে। বর্তমানে অন্যের জমি দখল করে তার চেলাপেলাদের মাঝে উক্ত জমির টাকা ভাগ করে দিয়ে এলাকায় লোকদেরকে তার সমর্থক করে রাখে। এলাকাবাসী আরো জানান, আবুবকরের বাবা মরহুম নূর মোহাম্মদ ১৯৭১ সালের স্বাধীনতা যোদ্ধের সময় পিচ কমিটির সদস্য ছিল। উক্ত জমির মালিক আঃ মালেক তার জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করেন।