খুলনা অফিসঃ খানজাহান আলী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খানজাহান আলী সাংবাদিক ফোরামের শিরোমণিস্থ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ হিসাবে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। সমাজের অবহেলিত, নির্যাতিত ও নিপিড়ীত মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা তাদের নৈতিক দায়িত্ব। এই মহান পেশার দায়িত্বে থাকা কলম সৈনিকদের তাদের কলমের লিখনিতে যেন নিরীহ অসহায় মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সকলকে লক্ষ রাখার নির্দেশ দেন।তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব সমস্যার সৃস্টি নয় সমস্যার সমাধানে বস্তুনিষ্ঠলেখার মাধ্যমে এর সমাধানে এগিয়ে আসা। মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম খানজাহান আলী সাংবাদিক ফোরামের পাশে থাকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় খানজাহান আলী সাংবাদিক ফোরামের সভাপতি মিয়া বদরুল আলম, সাধারণ সম্পাদক সংকর কুমারবিষ্ণু, সাংগঠনিক সম্পাদক শেখ তোফাজ্জেল হোসেন, দপ্তর সম্পাদক মোঃআলমগীর হোসেন, কোষাদক্ষ সেখ ইাদ্রিস আলী, সাংস্কৃতিক সম্পাদক শেখইউসুফ, প্রচার সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল, সম্মানিত সদস্য মোঃ আলী আকবার,সম্মানিত সদস্য প্রিতিস মন্ডলসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিরোমণিবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন।