Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আজ ভোরে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

অনলাইন ডেস্ক:

ইতালির রোমে অনুষ্ঠিতব্য প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা ত্যাগ করেন তিনি।

কনফারেন্সটি আগামী ৮ ও ৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে। স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম এতে অংশগ্রহণ করবেন।

এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান উইমেন্স ফোরামে অংশগ্রহণ করবেন। স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply