রাজধানীতে মেট্রো রেল চলাচলের সময় আরো ছয় ঘণ্টা বাড়ল। আজ বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো রেল। এত দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করেছে। উদ্বোধনের পর দুপুর ১২টা পর্যন্ত রেল চলেছে।
মূলত পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত ১২টা পর্যন্ত মেট্রো রেল চালানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে রেল পরিচালনার সময় বাড়ানো হচ্ছে।
ডিএমটিসিএলের কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর দুই প্রান্তের স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাঝের স্টেশনগুলোতে ১০ মিনিট পর পর যাত্রীদের জন্য ট্রেন হাজির হবে। আবার সকাল ১১টা ১ মিনিট থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ট্রেন ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো।
৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেলের নির্মাণকাজ এখনো চলমান।
সূত্র: কালের কন্ঠ অনলাইন