জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা তিন দিনের সফরে আজ (শনিবার) ঢাকায় আসছেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আঞ্চলিক পরিচালক।
ঢাকায় ইউএনডিপি কার্যালয় জানায়, জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি কক্সবাজারে ও নোয়াখালীর ভাসানচরে যাবেন। সেখানে তিনি আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন।
কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।