আজ শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বিএনপি টানা পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগও প্রবেশপথগুলোতে একই সময় অবস্থান করার কথা জানালেও কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, কোনো দলকেই এই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা বিএনএস সেন্টার, গাবতলী এস এ খালেক বাসস্ট্যান্ড, নয়াবাজার বিএনপি অফিস, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম রোড—এই চার স্থানে আজ অবস্থান নেবে বিএনপি।
বিএনপির ঘোষণার পর ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির কথা জানায় আওয়ামী লীগ। পরে এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন। তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।