আগামীকাল বুধবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে চলতি একাদশ সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এর আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করবেন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
তাঁরা জানান, ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। আজই নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য বার্তা পাঠানো হবে। চিঠি, ফোনসহ সব মাধ্যমে এই বার্তা পাঠানো হবে। তবে চিঠির খসড়া প্রস্তুত করা হলেও এখনো নির্বাচনী ফলাফলের গেজেট না পাওয়ায় সেই চিঠি ফাইনাল করা যায়নি।
নিয়মানুযায়ী সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তাঁর সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।