অনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন আজ। গত ছয় দিনে মোট ১৩০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আজ রবিবার শেষ দিনে আরও কিছু মনোনয়পত্র বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
গতকাল শনিবার রাত পর্যন্ত ছয় দিনে ঢাকা-১৮ আসনে ৪৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।