অনলাইন ডেস্ক:
ইউক্রেন জানিয়েছে, মারিওপোল শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা সৈন্যদের উদ্ধার করা হয়েছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, উদ্ধার করা সৈন্যদের মধ্যে ৫৩ জন গুলিবিদ্ধ হয়ে খুব খারাপভাবে জখম হয়েছে। তাদেরকে নোভোয়াজভস্ক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। রুশ সমর্থিত বিদ্রোহীদের এলাকা সেটি।
তিনি আরো বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত আরেক শহর ওলেনিভকায় মানবিক করিডর ব্যবহার করে আরো ২১১ জন ইউক্রেনীয় সৈন্যকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়া এর আগে জানিয়েছে, আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে।
রয়টার্স জানিয়েছে, প্রায় এক ডজন বাসে করে ইউক্রেনের যোদ্ধাদের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিয়ে যাওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমেও ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, আহত ইউক্রেনীয় সৈন্যদের আজভস্তাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
হান্না মালিয়ার বলেছেন, আটক রুশ সৈন্যদের সঙ্গে আমাদের আজভস্তালের সৈন্যদের বিনিময় করা হতে পারে।
সূত্র : বিবিসি।