বায়ুদূষণে আজও বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ঢাকা। আজ শনিবার সকালে এই মান বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার সবচেয়ে খারাপ স্থানে রয়েছে রাজধানী। এ তালিকায় ২৫১ স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে আজ শনিবার সকাল ৯টায় এ তথ্য পাওয়া গেছে।
বাতাসের নিম্নমানের দিক থেকে আইকিউ এয়ারের তালিকায় বৃহস্পতি, শুক্রবারও শীর্ষে ছিল বাংলাদেশ। আগের দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরগুলোর মধ্যে দূষিত বাতাসে শীর্ষে ছিল ঢাকা।