বগুড়া প্রতিনিধি: আগাম জাতের সিম সবজি চাষ করে বগুড়া জেলার কৃষকেরা ভ্যাগের চাকা ঘুরে ফেলেছে। সিমের ফলন ও দাম ভাল পেয়ে তাদের মুখে হাঁসি ফুটেছে। নিজ এলাকার চাহিদা মিটিয়েও সিম সবজি এখন দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। চাষি একরাম হোসেন, কুদ্দুস, আলীমসহ অনেকে জানান, জমিতে সিমসহ সাথি ফসল হিসেবে সাচি লাউ, লরকা কালাই চাষ করা হয়ে ছিল। সময়মত সবজিগুলো বিক্রি করে লাভবান হয়েছি। এখন জমিতে সিম সবজি রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সবজি ব্যবসায়ীরা এসে সবজি ক্রয় করে নিজ এলাকায় নিয়ে গিয়ে বেশী দামে বিক্রি করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মো: এনামুল হক জানান, দেশের উত্তরাঞ্চলে শাক-সবজি চাষে বিখ্যাত বগুড়া জেলা। এ বছরে জেলার ১২টি উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সিম সবজি চাষ হয়েছে। এলাকার চাহিদা মিটিয়েও শাক-সবজি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন চাষিরা।