ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে জুয়েল কাজী (১৭) নামের এক অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার (১ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত জুয়েল উপজেলার ধরখার ইউনিয়নের চান্দুপর গ্রামের আদিল হক কাজির ছেলে।
এই ঘটনায় জড়িত থাকায় হানজেলা (২১) ও শাফায়েত (২৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালকের পরিবার থেকে তার নিখোঁজ হওয়ার সংবাদ আমাদেরকে দেওয়া হয়। এরপর পুলিশ তদন্তে নামে। তদন্তে সতুরাশরিফ এলাকা থেকে হানজেলা নামের একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শাফায়েত নামের আরেক যুবকের কাছে জুয়েল কাজীর অটোরিকশাটি উদ্ধার ও শাফায়েতকে গ্রেফতার করা হয়।
আটক হানজেলা ও শাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে আখাউড়ার টানমান্দাইলের একটি পুকুর থেকে গলায় রশি পেছানো জুয়েল কাজীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুইজন জানান, অটোরিকশা ছিনতাইকালে চিনে ফেলায় জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যায় হানজেলা জড়িত ছিল। অটোরিকশাটি শাফায়েতের কাছে নিয়ে লুকিয়ে রাখে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।