Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রশ্নে যা বললেন ইসি আনোয়ারুল
--নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ফাইল ছবি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রশ্নে যা বললেন ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে এখনো কথা বলার সময় আসেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। সময়ই বলে দেবে আমরা কী করব।

জেলা প্রশাসক সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার সেশনে নির্বাচন কমিশন অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না- নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসি সম্মেলনে এমন বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল।

জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না।

ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য।

যখন তফসিল হবে এবং ইসি যখন মনে করবে যেখানে যে নিরপেক্ষ ডিসিকে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে।নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে পাইলটিং করতে পারি।

About Syed Enamul Huq

Leave a Reply