আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। পরে ২৪ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন আইভি রহমান।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের স্ত্রী ছিলেন তিনি। তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং দুই মেয়ে তানিয়া ও ময়না। ১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে মহিলা আওয়ামী লীগ সদস্য এবং ১৯৮০ সালে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদ বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া রাজধানীর গুলশানে আইভি টাওয়ারে তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।