কুতুবদিয়া প্রতিনিধিঃ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় বঙ্গোপ সাগরের ভয়াবহ ভাঙ্গন থেকে কুতুবদিয়া রক্ষায় অবিলম্বে প্রধান মন্ত্রীর সদয় হস্তক্ষেপ দাবী জানানো হয়। সামনের শুস্ক মৌসুম অর্থাৎ নভেম্বর মাস থেকেই জরুরী ভিত্তিতে স্থায়ী-টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা না হলে দ্বীপ-কুতুবদিয়া সাগরগর্ভে বিলীন হয়ে উদভাস্তু হওয়ার আশঙ্খায় এখানকার পৌণে দু’লাখ মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এম.জহিরুল হায়াত’র সভাপতিত্বে ২১ অক্টোবর বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় এ জনগুরুত্বপূর্ণ দাবীটি জোরালোভাবে উঠে আসে। চাষীরা লবণ মাঠে নামার আগেই ভূমি ও বন বিভাগের জায়গার বিরোধ নিস্পত্তি ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী। বন বিভাগের বনায়নের স্থান নির্দৃষ্ট করার দাবী জানান জেলা পরিষদের সদস্য পবীণ আ.লীগ নেতা মাস্টার আহমদ উল্লাহ। গত মাসে আইন-শৃংখলার সার্বিক চিত্র (রেজুলেশন) পাঠকরেন সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ হেলাল চৌধূরী। ডাকাত ও মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগীতা কামনা করেন নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন। শারদীয় দূর্গাপূজার শান্তি-শৃংখলা রক্ষায় আ.লীগ নেতা-কর্মীগণ সার্বিক সহযোগীতার আশ্বাস দেন উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। স্ব-স্ব এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি সহনীয় দাবী করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে জালাল আহমদ, আ.শ.ম.শাহরিয়ার চৌধূরী, আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, ছৈয়দ আহমদ চৌধূরী, নুরুচ্ছাপা ও আখতার হোছাইন। কুতুবদিয়া রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ও অন্যান্য পেশার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম অনতিবিলম্বে প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ, দ্বীপের স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজার-হাজার শিক্ষার্থীদের সরকারের উপ-বৃত্তি সুবিধা গ্রহণের সুবিধার্থে অনতি বিলম্বে জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেয়াসহ পারাপারঘাটে যাত্রী হয়রানি বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী। আইন-শৃংখলা পরিস্থিতি সহনীয় ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখার আহবান জানিয়ে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।