Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অসুস্থ বাবাকে উঠানে রাখল ছেলেরা, প্রশাসনের হস্তক্ষেপে দায়িত্ব নিলো মেয়ে

অসুস্থ বাবাকে উঠানে রাখল ছেলেরা, প্রশাসনের হস্তক্ষেপে দায়িত্ব নিলো মেয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌর এলাকায় অসুস্থ এক ব্যক্তিকে উঠানে ফেলে রেখেছিলেন তারই দুই ছেলে। খবর পেয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাবাকে শ্বশুরবাড়িতে নিয়ে যান ওই ব্যক্তির মেয়ে।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা রোডসংলগ্ন স্বপ্ন মহলের সামনে।
অসুস্থ শফিকুল চার ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল থেকে সন্তানের ঘরের সামনে ৯৫ বছর বয়সী অসুস্থ শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে শফিকুল বার্ধক্যজনিত রোগে ভুগছেন। দুই বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার চার ছেলের মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজনই প্রতিষ্ঠিত।
শফিকুলের এক ছেলে বিজিবিতে চাকরি করেন। আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। অন্যজন প্রবাসী।
লক্ষ্মীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে সবারই বিলাসবহুল বাড়ি রয়েছে। তারপরও ছেলেরা বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে তাকে উঠানে ফেলে রেখেছেন বলে অভিযোগ করেন প্রতিবেশীরা।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও রাজীব হোসেন ঘটনাস্থলে যান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল বলেন, ‘বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোনো ছেলে রাখতে চাচ্ছিলেন না। তাই তারা বাড়ির বাইরে ফেলে রেখে গেছেন।
‘পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে (সুরাইয়া) এসে তাকে নিতে ইচ্ছা পোষণ করলে আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি।’

About Syed Enamul Huq

Leave a Reply