দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের প্রভাব প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ নির্বাচনে বাইরের থাবা ও হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, গার্মেন্টস ও ভবিষ্যতসহ অনেক কিছু রক্ষা করতে হলে এ নির্বাচনটা স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে হবে।
আজ সোমবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমাকে যেভাবে ইউনাইটেড স্টেটস কমাণ্ড করতে পারে, আমি সেভাবে ইউনাইটেড স্টেটস বা ওয়াশিংটনকে হামকি-ধামকি করতে পারছি না। এটা একটা বস্তবতা।’
এবং এখানে কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না।
এটা লজ্জাস্কর। তাদের এই সিলমারাটাও আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে যাচ্ছে। এটা মন্দ সংস্কৃতি। পেশিশক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা, দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে একটা অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে। ক্রমান্বয়ে আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন করতে পারে না। সকলের আন্তরিকতা ও সৎ সাহসিকতা লাগবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাই চোখ কান খোলা রেখে সৎভাবে দায়িত্ব পালন করবেন।