দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আজ শুক্রবার নির্বাচনী মাঠে নেমেছেন ৬৫৩ বিচারিক হাকিম। আগামী পাঁচদিন তাঁদের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন তারা।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার জানান, বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তাঁরা। এই দণ্ডগুলো একটু বেশি, তিন থেকে সাত বছর আছে।