Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
--প্রেরিত ছবি

অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার(১০ ডিসেম্বর) বিকেলে শহরের পুরানবাজারের পাইকারী আড়তে যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত জানায়, জেলার বিভিন্ন হাটবাজারে বেশি দামে পেয়াজ বিক্রি করা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় শহরের পুরানবাজারের পাইকারী আড়ত আরিয়ান ভান্ডার-এর মালিক কাজী আতাউরকে ৫ হাজার টাকা ও খুচরা দোকানী জিন্নাত সরদারকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাদিজা আক্তার। বাজার নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান চালানোর কথা জানান কর্মকর্তারা। অভিযান শেষে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, বেশি দামে পেয়াজ বিক্রি করা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় দোকানীরা মূল্য তালিকা ও পণ্যের রশিদ দেখাতে পারেনি। তাই জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে যাতে বিক্রি না করা হয় এজন্য অন্য দোকানদার ও আড়তদারদের সতর্ক করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত অভিযান চালানোর কথাও বলেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply