ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরে ব্যাটারি চালিত অটোরিক্সায় গলায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ৭টায় পুনিয়াউট -উলচাপাড়া সড়কের নয়নপুরে এ ঘটনা ঘটে।
নিহত শাম্মী আক্তার পৌর এলাকার কালন মিয়ার মেয়ে। শহরের পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে ও নিহতের পরিবার জানান, রোববার সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ী পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা করে উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নয়নপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সায় গলায় ওড়না পেঁচিয়ে যায়। কিছুক্ষন পরে সে অটোরিক্সার ছেড়ে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল জানান, গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার আগেও তার মৃত্যু হয়। গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস ও মাথায় আঘাতে তার মৃত্যু হতে পারে।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ নিহত হয়েছে। লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে কোন অভিযোগ পাইনি।