বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত সিটি ব্যাংকের সিনিয়র কাস্টমার ম্যানেজার মো. শফিকুল ইসলাম (৩৫) মারা গেছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা সিটি ব্যাংকের ম্যানেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ব্যাংক কর্মকর্তা শফিক গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের তার বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনায় তিনি অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ওই দিনই দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধে শফিকের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।