Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অক্টোবর থেকে ভারতের টিকা প্রাপ্তির বাধা কাটবে : তথ্যমন্ত্রী
--ফাইল ছবি

অক্টোবর থেকে ভারতের টিকা প্রাপ্তির বাধা কাটবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। তবে এ বছর অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা কেটে যেতে পারে।

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি একথা বলেন।।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভারতের পরারাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি। এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরো জোরদার হবে। যেটা তারা আশা করছিলেন, সে অনুযায়ী উৎপাদন করতে পারেননি।

তিনি বলেন, টিকার ম্যাটেরিয়াল বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না। আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সাথে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করার সম্ভব হবে।

তিনি আরো বলেন, গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে তার বৈঠক হয়েছে।

সফরে ভারতের রাষ্ট্রায়াত্ত টেলিভিশন দূরদর্শনে একটি সাক্ষাৎকার দেন বলে জানান হাছান মাহমুদ।

About Syed Enamul Huq

Leave a Reply