Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত১ আহত ২

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত১ আহত ২

 শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায়  আপন ৩ ভাইয়ের মধ্যে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ভাবে জানাযায়, মো. আবুল হোসেন (৫৫) আহত শাহ আলম (৬৫) ও সোহরাব হোসেন (৭০) আপন ৩ ভাই। তারা মোটর সাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় তাদের কে পিছন থেকে একটি গাড়ী মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পরে যায় ।  ঘটনা স্থলেই ছোট ভাই আবুল হোসেনের মৃত্যু হয়। বড় ভাই মোঃশাহ আলম ও সোহরাব হোসেন গুরুতর আহত হয়।পরবর্তীতে  ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শরীয়তপুর এলাকার দাঁতপুর ভাসান চর গ্রামে মৃত ইউসুফ চৌকিদারের ৩ পুত্র ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরন করেন

About Syed Enamul Huq

Leave a Reply