Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত
--সংগৃহীত ছবি

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচন গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

About Syed Enamul Huq

Leave a Reply