Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যেকোনো সিন্ডিকেট ভাঙতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার
--সংগৃহীত ছবি

যেকোনো সিন্ডিকেট ভাঙতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক:

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘বাজারে জিনিসের সংকট নেই, তবে সমন্বয়ের অভাব রয়েছে। তাই আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই মনিটরিং কমিটি রয়েছে তাদের সঙ্গে পুলিশও থাকবে। প্রয়োজনে বড় বড় বাজারে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের পুলিশও অংশগ্রহণ করবে, যাতে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। যেকোনো সিন্ডিকেট ও যেকোনো অপতৎপরতা যাতে সমূলে নষ্ট করা যায়, সে জন্য আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই। কিন্তু কিছু কিছু বিষয়ে স্বার্থান্বেষী মহলের কারণে সংকট তৈরি হয়। আগে দৌলতদিয়া ঘাটে অনেক কাঁচামাল আটকে থেকে পচে যেত।

নির্বাচন সামনে রেখে বাজার অস্থিতিশীলতার শঙ্কায় রয়েছেন কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। আমাদের যেই মনিটরিং ব্যবস্থা রয়েছে এটা ভোক্তা অধিকার বা পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘যেই অপতৎপরতা আমরা দেখতে পেয়েছি, সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ আছে, কোনো ব্যবসায়ী বলেনি কোনো পণ্য পাওয়া যাচ্ছে না। সব পাওয়া যাচ্ছে এবং যেই দাম তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা হচ্ছে।’

কমিশনার বলেন, ‘সবজি উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয়।

সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক যোগসূত্র রয়েছে, সেটা ভাঙা সম্ভব কি না জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমাদের কাছে সিন্ডিকেটের বিষয়ে কোনো রাজনৈতিক অপতৎপরতা কারো আছে, এটি পরিষ্কার নয়। আমাদের গোয়েন্দা সংস্থা আছে, তারা কাজ করছে। যদি এ ধরনের কোনো কিছু আমাদের কাছে আসে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোনো অবস্থায় তৎপর এবং যেকোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।’

About Syed Enamul Huq

Leave a Reply