Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মোংলায় হরিনের গোশত ভাগাভাগির ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা। থানায় জিডি।


মোংলা প্রতিনিধিঃ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি হরিনের গোশত ভাগাভাগির ছবি তোলার সময় বিশ্ব মানচিত্র পত্রিকার মোংলা প্রতিনিধি লিটন দাশের উপর হামলার ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাংবাদিক লিটন দাস বাদি হয়ে, শিদ্ধার্থ বৈরাগী, শ্যামল অধিকারী ও অনিতা অধিকারীর   বিরুদ্ধে মোংলা থানায় সাধারণ ডায়রি করেন।১২ সেপ্টেম্বর শনিবার বিকালে স্থানীয় ভবসিন্ধুর বাড়িতে পৌঁছে হরিনের গোশত ভাগাভাগির ছবি তুলতে গেলে বিবাদীরা সাংবাদিক লিটন দাশের উপর হামলা চালায়।এসময় তার কাছে থাকা নগদ ৪৫০০( সাড়ে চার হাজার টাকা)  ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে বাদীর ডাক চীৎকারে এলাকার লোকজন ছুটে এলে মোবাইল ফোন ফিরিয়ে দিলেও নগদ টাকা বিবাদীরা নিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। মোংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সহসভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আজিজ মোড়ল, সহসাধারণ সম্পাদক নূর আলম বাচ্চু, অর্থ সম্পাদক মোঃ তাওহিদুল ইসলাম সানি।

About Syed Enamul Huq

Leave a Reply