Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল
--সংগৃহীত ছবি

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল

বিদেশ ডেস্ক:

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ আশ্রয় ও খাদ্যের সংকটে পড়েছে। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তুরস্কে স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল পর্যন্ত মোট ৪০ হাজার ৬৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার আট শ ছাড়িয়েছে।

গত শুক্রবার তুরস্কে উদ্ধারকারীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করেন। কয়েক ঘণ্টা পর আরো তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

About Syed Enamul Huq

Leave a Reply