Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলার নির্বাচন সম্পন্ন
--প্রেরিত ছবি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলার নির্বাচন সম্পন্ন

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বার্ষিক সম্মেলন
শনিবার দুপুরে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মসজিদে অনুষ্ঠিত
হয়েছে। জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ কলিমুল্যাহর
সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মিজানুর
রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন কুমিল্লা জেলা মাস্টার ট্রেইনার
মাওলানা নোমান আলমগীর।
বার্ষিক সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের মতামতের ভিত্তিতে
সভাপতি নির্বাচিত হয়েছেন মাহিনী দারুল কুরআন মাদরাসা পরিচালক মুফতী অলি
উল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাশিপুর নেছারিয়া দাখিল মাদরাসা
সুপার শরীফ মুহাম্মদ বেলাল হোসেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরীফ মুহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায়
সম্মেলনে বক্তব্য রাখেন, ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা
জসিম উদ্দিন মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম, আদ্রা দক্ষিণ
সভাপতি মাওলানা আব্দুল মতিন পাটোয়ারী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা
নুরুজ্জামান, পৌরসভা সভাপতি মাওলানা মীর সুলাইমান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন
সভাপতি মাওলানা কামাল হোসেন, পৌরসভা সহ সভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আলী,
বটতলী ইউনিয়ন সাধারন সম্পাদক আবুল খায়ের, বংগড্ডা ইউনিয়ন সাধারণ সম্পাদক
মাওলানা গিয়াস উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন,
ঢালুয়া ইউনিয় সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, পেরিয়া ইউনিয়ন সভাপতি
মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন বেলালী।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও সদ্য প্রয়াত বাংলাদেশ ইমাম সমিতি
নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনায়
দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর অধ্যক্ষ
মাওলানা মঈন উদ্দিন।

About Syed Enamul Huq

Leave a Reply