Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর খুঁটির জোর কোথায় ?
--প্রেরিত ছবি

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর খুঁটির জোর কোথায় ?

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আবু তাহেরের বিরুদ্ধে ব্যাপক
অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে।বিভিন্ন হাসপাতাল মালিকদের জিম্মি করে টাকা আদায় আর জনবল
নিয়োগ দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। নোয়াখালী সিভিল সার্জন
অফিস থেকে ২০২১ সালের ১০ নভেম্বর তাকে বদলি করা হয় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কিন্তু সেখানে গিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেন আবু তাহের। স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ দোকান দেয়ার নাম
করে প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিভিন্ন অভিযোগ থাকার পরও আবদুল
মালেক উকিল মেডিকেল কলেজে তার বদলির আদেশ হলেও কোন এক অদৃশ্য কারনে তাকে আবারও নোয়াখালী
সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী হিসেবে বদলি করা হয়। এতে করে ফুঁসে উঠেছে সেবাপ্রার্থী সাধারণ
মানুষ এবং অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। সবার একই প্রশ্ন, তার খুঁটির জোর কোথায়?
শুধুই তাই নয়,গত বছর তার বদলি ঠেকাতে স্বাস্থ মন্ত্রী জাহেদ মালেক স্বপন এবং স্থানীয় সাংসদ
একরামুল করিম চৌধুরীর স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় সাংসদের সাথে কথা বললে
তিনি এই স্বাক্ষর অস্বীকার করেন। এ বিষয়ে স্থানীয় একটি গণমাধ্যম সেসময় তার দুর্নীতির চিত্র তুলে ধরে
প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনের সুত্র ধরে চট্টগ্রাম বিভাগীয় মহাপরিচালকের কার্যালয় থেকে তিন
সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজো আলোর মুখ
দেখেনি।
জেলার স্বাস্থ্য খাতে জনবল নিয়োগে অর্থের লেনদেন ও প্রতারনার অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে আবু
তাহেরের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে তার অবৈধ অর্থ লেনদেনের কথোপকথনের একটি ভাইরাল হওয়া কল
রেকর্ড হাতে আসে। সেখানে আবু তাহের এক যুবককে আউটসোর্সিংয়ে নিয়োগের বিনিময়ে তাকে অর্থ
সংগ্রহ করে দেয়ার অনুরোধ জানান। এই কথোপকথনের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে
আউটসোর্সিংয়ে নিয়োগের বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার জানান, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো
হয়েছে।তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply