Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নিপুণ রায়ের নেতৃত্বে কেরানীগঞ্জে আ. লীগের অফিসে হামলার অভিযোগ
--সংগৃহীত ছবি

নিপুণ রায়ের নেতৃত্বে কেরানীগঞ্জে আ. লীগের অফিসে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক:ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার পর এই ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালান।

1

আহরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আজহার বাঙ্গালী, জিনজিরা আওয়ামী লীগ নেতা মো. আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুন শরীফ, ছাত্রলীগ নেতা মো. রিফাত, পুলক, শাহ জামাল, পারভেজ, সিয়াম হোসেন তাসলিম, মো. মারুফ হোসেন, রাজ, আল-আমিন, নেহাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু, মোস্তাকিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতী লীগ নেতা ইমরান সোহেল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন বলেন, বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আজহার বাঙ্গালী বলেন, আমি প্রতিদিনের মতো পার্টি অফিসে বসে পত্রিকা পড়ছিলাম। তখন দেখতে পাই নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে কয়েকজন আমাদের অফিসের দিকে এগিয়ে আসছে।
জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আরিফ বলেন, তাদের দেখে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে। আমাদের অফিস ভাঙচুর করে তারা।সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply